রাঙামাটিতে তিনদিন ব্যাপী নাট্য উৎসব শুরু
২০ জানুয়ারি ২০১৯ ০২:২০ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০৪:১০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে তুলে ধরতে পার্বত্য জেলা রাঙামাটি শুরু হয়েছে তিনদিন ব্যাপী নাট্য উৎসব। শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে এই নাট্য উৎসব শুরু হয়।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে নাট্য উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা, ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক সুগত চাকমা, রাঙামাটি সুর নিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খাসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
তিনদিনব্যাপী নাট্য উৎসবে শনিবার (১৯ জানুয়ারি) রাঙামাটি জুম ফুল থিয়েটারের পরিবেশনায় চাকমা নাটক ‘আদেই ধন’ মঞ্চস্থ হয়। এছাড়াও রোববার (২০ জানুয়ারি) খাগড়াছড়ি য়ামুক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ত্রিপুরা নাটক ‘কিয়ক্খা’ এবং সোমবার (২১ জানুয়ারি) শেষ দিনে রাঙামাটি ফু-কালাং সাংস্কৃতিক একাডেমির পরিবেশনায় ত ঙ্গ্যা নাটক ‘গিঙিলি’ মঞ্চস্থ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ‘একটি জাতির প্রধান পরিচয় হচ্ছে তার ভাষা ও সংস্কৃতি। বাংলা ভাষার পাশাপাশি আমাদের পার্বত্য অঞ্চলে রয়েছে বিভিন্ন নৃ-গোষ্ঠীর বসবাস। রয়েছে তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার নৃ-গোষ্ঠীদের উন্নয়নে সর্বদা কাজ যাচ্ছে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যাতে তাদের নিজস্ব ভাষায় পড়ালেখা করতে পারে সে লক্ষ্যে নৃ-গোষ্ঠীদের ভাষা অক্ষরে বই প্রদান করছে। শিক্ষার্থীদের সঠিকভাবে পড়ানোর জন্য জেলা পরিষদ হতে শিক্ষকদের নৃ-গোষ্ঠীদের ভাষা অক্ষরের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা অব্যহত থাকবে।’
সারাবাংলা/পিএনআর/এইচএ/এসএন