বর্ণ’র ঈদ উপহার ‘ফিরে এসো’
২৪ মে ২০২০ ১৯:২২ | আপডেট: ২৫ মে ২০২০ ১৮:৩৫
ঈদুল ফিতরের ঠিক একদিন আগেই ইউটিউব চ্যানেলে মুক্তি পেল বর্ণ চক্রবর্তীর মিউজিক ভিডিও ‘ফিরে এসো’। দূরের আধ ডোবা সূর্যটা ডুবতে রাজি আছে, তুমি ফিরে এসো, সবটুকু তোমার মতো পাবে, তুমি ফিরে এসো- মাত্র আড়াই মিনিটের এই আহবান।
করোনা পরিস্থিতির অনেক আগেই গানটির শুটিং হয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। মনোরম লোকেশনে চিত্রায়িত গানটিকে আরও প্রাণবন্ত করেছে। চমৎকার এ গানটি লিখেছেন স্বীয়। সুর, সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন শিল্পী নিজেই।
‘ফিরে এসো’ গানটি সম্পর্কে শিল্পী বর্ণ চক্রবর্তী জানালেন, ‘এ গানটি আমার ধাঁচের বাইরে গিয়ে গেয়েছি। এরকম কাজ আগে কখনও করা হয়নি। নিজেকেই ভাঙার চেষ্টা করেছি। মাত্র আড়াই মিনিট দৈর্ঘ্যের গানটি দর্শক-শ্রোতার হৃদয়ে ঠাঁই করে নেবে বলে আমার বিশ্বাস’।
সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি সঙ্গীত পরিচালক বর্ণ চক্রবর্তীর পঞ্চম নিবেদন ‘বর্ণ উইথ কালারস-৫’ শিরোনামের একটি মিক্স অ্যালবাম বাজারে আসে। হিউজ টিভির ব্যানারে ২০১২ সাল থেকে তরুনদের নিয়ে গানের এ অডিও-ভিডিও সিরিজ ‘বর্ণ উইথ কালারস’ প্রকাশিত হয়ে আসছে।
ঈদুল ফিতর ২০২০ ফিরে এসো বর্ণ উইথ কালারস-৫ বর্ণ চক্রবর্তী হিউজ টিভি