Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালবাসা দিবসে রাজু’র দূরত্ব


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৮

এই ভালবাসা দিবসে আসছে শিল্পী এ আই রাজু’র প্রথম বারের মত নিজের লেখা এবং সুর করা গান ‘দূরত্ব’। গতানুগতিক গানের মাঝে এ গানটি দিয়ে শিল্পী ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন ভালোবাসাকে।

শাকের রাজার সংগীতায়োজনে গানটিতে ফুটে উঠেছে বর্তমান সময়ের ভালবাসা ও তার পরিনতি। মিউজিক ভিডিও নির্মাণেও রয়েছে ভিন্নতা । এতে ভালোবাসার মানুষের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত যেমন ফুটে উঠেছে, তেমনি রয়েছে দূরে চলে যাওয়ার অদ্ভুত বাস্তবতা ।

বিজ্ঞাপন

নতুন এই গান প্রসঙ্গে রাজু বলেন, ‘যেহেতু নিজের প্রথম লেখা ও সুর করা গান তাই অনেক যত্ন নিয়ে নতুন গানটি তৈরি করার চেষ্টা করেছি আর ভিডিওতেও রেখেছি বৈচিত্রতা। শ্রোতারা এখন গানের অডিওর পাশাপাশি এর ভিডিওকেও অনেক প্রাধান্য দেন। সেই ভাবনা থেকেই সুন্দর একটা গল্প বাছাই করেছি। আশা করছি গান ও ভিডিওটি ভালো লাগবে সবার’।

গানটি শিল্পী’র নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ।

এ আই রাজু রাজু’র দূরত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর