Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসে তারান্নুমের ‘আঁচল টেনে ধরো না’


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২১

গানটা তার কাছে গলার অভিনয়। কিংবদন্তী আশা ভোসলে তাকে ভীষন টানে। তাইতো আশার গানেই ভালোবাসা দিবসে গলা মিলিয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী তারান্নুম আফরীন। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় আশা ভোসলের গাওয়া ‘আঁচল ধরে টেনো না’ গানটি এবারের ভালোবাসা দিবসে কাভার করলেন তিনি।

মুশফিক লিটু’র সঙ্গীতায়োজনে বসন্তের প্রথম দিনে গানটি প্রকাশিত হচ্ছে দেশের একটি জনপ্রিয় অনলাইন ভিডিও প্লাটফর্ম থেকে। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছে ভিজ্যুয়াল ওয়ার্কশপ। শাহ ফিরোজের পরিচালনায় মডেল হয়েছেন সামান্থা ও তারেক জামান।

বিজ্ঞাপন

শিল্পী তারান্নুম আফরীন পেশায় বিজ্ঞানী, নেশায় সঙ্গীত শিল্পী। বেড়ে ওঠা এমন এক পরিবারে যেখানে তার মা বাবা দুজনেই শুদ্ধসঙ্গীতের চর্চা করতেন। হাতেখড়ি মায়ের কাছে এরপর অনেক গুণী ব্যক্তির সাহচর্যে অনুশীলন। তার একমাত্র বোন ড. তানজিনা আফরীন এর সাথে ৫ বছর বয়স থেকেই মঞ্চে পারফর্ম। গান গেয়ে পেয়েছেন জাতীয় সম্মাননা। প্রকাশ পেয়েছে অ্যালবাম।

২০০৫ সালে বাংলাদেশ ছাড়ার আগে পর্যন্ত রেডিও, টিভি এবং মঞ্চে নিয়মিত কাজ করতেন। ‘আঁচল টেনে ধরো না’ কভার নিয়ে ভ্যালেন্টাইন্স ডে-তে আবার দেশের মিউজিক জগতে ফিরছেন তারান্নুম।

আঁচল ধরে টেনো না তারান্নুম আফরীন

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর