Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরে অপূর্ব-মেহজাবীনের ‘ক্যান্ডি ক্রাশ’


১৮ ডিসেম্বর ২০২০ ১৬:৩৭

নতুন বছরে প্রথম চমক নিয়ে হাজির হচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীন।সদ্য শুটিং হওয়া এই নাটকটির নাম ‘ক্যান্ডি ক্রাশ’। নাটকটি প্রচার নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি ২০২১। ওইদিন মাছরাঙা টিভিতে নাটকটি প্রচারিত হবে।

সিএমভি’র ব্যানারে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ।

নির্মাতা জানান, এতে অপূর্বকে দেখা যাবে কৃপণ স্বভাবের চরিত্রে। যে মূলত গিটার বাজিয়ে সুর খোঁজার চেষ্টা করেন। কিন্তু সুর আর হয় না! অন্যদিকে মেহজাবীনকে দেখা যাবে বার বার ফেল করা মেধাহীন ছাত্রীর চরিত্রে! যদিও নাটকে তিনি সাইকেলে চেপে ঘুরে বেড়ান মোটা ফ্রেমের চশমা পরে। কারণ, এতে অপূর্বসহ অন্যরা যেন মনে করেন, মেয়েটা মেধাবী!

দুই ধারার দুজনের সঙ্গে নানা বিষয়ে তৈরি হয় বিরোধ। যার শুরুটা হয় মেহজাবীনের সাইকেল ভাঙার জরিমানা নিয়ে।

‘ক্যান্ডি ক্রাশ’ প্রসঙ্গে মহিদুল মহিম বলেন, ‘টানা ৭ মাস পর নতুন নাটক নির্মাণ করলাম। একটু ভিন্নভাবে সবকিছু সেট করার চেষ্টা করেছি। এটা মূলত মজার নাটক। কারণ, মহামারির এই বিষণ্ণ সময়ে দর্শকদের হালকা থাকা জরুরি।’

নির্মাতা জানান, পুরো কাজটির শুটিং হয়েছে কাশফুলেঘেরা রাজধানীর দিয়াবাড়িতে।

অপূর্ব ক্যান্ডি ক্রাশ মেহজাবীন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর