একক নাটক ‘সে’
১২ নভেম্বর ২০২০ ১৫:১৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২২:৩৩
রক্তিম আর চৈতির বিয়ে হয়েছে কিছুদিন। দাম্পত্য জীবনে তারা বেশ সুখী। কিন্তু গত কয়েকদিন যাবত রক্তিম লক্ষ্য করে কেউ একজন তাদের উপর নজর রাখছে। ব্যাপারটা নিয়ে রক্তিম চৈতীর সাথে আলোচনা করলেও ভেতরে ভেতরে খুবই চিন্তিত। একদিন দুপুরে চৈতি বাসায় একা। হঠাৎ কলিং বেল বেজে উঠে। চৈতি ক্লান্ত পায়ে এস দরজা খুলতেই হুড়মুড় করে সেই লোকটি এসে প্রায় চৈতির শরীরের উপর পড়ে। ঘরে ঢুকেই দিহান নামের লোকটি চৈতিকে নানাভাবে ভয় দেখাতে থাকে। তাদের কথপোকথনে বোঝা যায় দিহান চৈতির প্রাক্তন প্রেমিক। তাহলে কি চৈতি তাকে ঠকিয়ে রক্তিমকে বিয়ে করেছে? নাকি অন্যকিছু?
এমনই একটি গল্পে নির্মিত হলো একক নাটক ‘সে’। জহির করিমের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। অভিনয় করেছেন সজল, আসিফ নূর, গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, রেশমী প্রমূখ। প্রচারিত হবে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে।
অমিতাভ আহমেদ রানা আসিফ নূর একক নাটক ‘সে’ এনটিভি গোলাম কিবরিয়া তানভীর নাবিলা ইসলাম সজল সুব্রত মিত্র