Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা’য় আজকের কার্টুন: ওসি মোয়াজ্জেমের খোঁজে


১৭ জুন ২০১৯ ০৮:৩৭ | আপডেট: ১৭ জুন ২০১৯ ১৩:১৪

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় অবশেষে গ্রেফতার হলেন ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। গত ২৭ মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর ১৬ জুন পর্যন্ত ঢাকা, ফেনী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। শেষ পর্যন্ত রোববার (১৬ জুন) দুপুরে তাকে শাহবাগ থানা পুলিশ গ্রেফতার করেছে খোদ রাজধানীর শাহবাগ এলাকা থেকেই। গোয়েন্দা পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জামিনের জন্য হাইকোর্টে এসে পুলিশের কাছে ধরা পড়েন মোয়াজ্জেম।

বিজ্ঞাপন

এ সম্পর্কে আরও পড়ুন: জামিন নিতে এসে ধরা পড়লেন ওসি মোয়াজ্জেম

ওসি মোয়াজ্জেম আত্মগোপনে থাকায় গ্রেফতারে দেরি : স্বরাষ্ট্রমন্ত্রী

পালিয়ে যাওয়ায় শাস্তি বাড়তে পারে ওসি মোয়াজ্জেমের

ওসি মোয়াজ্জেমের ‘পালিয়ে’ যাওয়া অশনিসংকেত: টিআইবি

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে প্রতিবেদন, অভিযোগের সত্যতা মিলেছে

সারাবাংলা/এসএমএন

নুসরাত হত্যা মামলা ফেনীর নুসরাত সাবেক ওসি মোয়াজ্জেম