হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মরেও অমর রবে [ভিডিও]
১৪ আগস্ট ২০২০ ২২:৪৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২০ ০৬:২২
ইতিহাসের অন্ধকারতম দিন পঁচাত্তরের ১৫ আগস্ট। সেদিন সুবহে সাদিকের সময় ঘাতকের ঠকঠক বুটের আওয়াজ, সহস্র কানফাটা গুলির আর্তনাদ আর অসহ্য বারুদের গন্ধে দিশাহারা হয়েছিল ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। মহান শহিদদের রক্তে রঞ্জিত হয়েছিল স্বপ্নের সোনার বাংলা। নিজ বাসভবনে সপরিবারে শাহাদত বরণ করেছিলেন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পঁচাত্তরের ১৫ আগস্ট। কোনোদিন ভাবেনি কেউ দিনটা এমন হবে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মরেও অমর রবে!
১৫ আগস্ট কেএসআরএম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোক দিবস