Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, এরপর ৪ দিন চলবে বৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৫ ১২:১৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ১৫:৩৬

উত্তপ্ত দুপুর। ছবি: সারাবাংলা

ঢাকা: চৈত্রের শেষে রোদের প্রখরতায় পুড়ছে চারিদিক। টানা এক সপ্তাহ ধরে দেশের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে এই পরিস্থিতির মধ্যে বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফমারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

সংস্থাটি বলছে, শুক্রবার (৪ এপ্রিল) থেকে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে পুরো সপ্তাহ।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টিপাত হতে পারে শুক্রবার।

ওই দিনের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ওই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ এপ্রিল শনিবারও ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুক্র থাকতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

বৃষ্টির কথা বলা হয়েছে রোববারও (৬ এপ্রিল)। ওই দিনের পূর্বাভাস বলছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আর সোমবারের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান, পুরা সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহ শেষ দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/জেআর/এমপি

আবহাওয়া জলবায়ু পরিবেশ বৃষ্টিপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর