১২ নম্বরে নেমে ১৩ রান, পাকিস্তানের মুকিমের অনন্য রেকর্ড
৩ এপ্রিল ২০২৫ ১২:২১
এই ম্যাচের তার নামার কথা ছিল ১১ নম্বরে। তবে ইনিংসের মাঝপথে কনকাশন সাব হওয়া ক্রিকেটার ব্যাটিংয়ে নামায় তাকে নামতে হয়েছে ১২ নম্বরে। পাকিস্তানের তরুণ বোলার সুফিয়ান মুকিম এই পজিশনে ব্যাটিংয়ে নেমেই করেছেন নতুন রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২ নম্বরে নেমে ১৩ রান করে এই পজিশনে সর্বোচ্চ রান করা ব্যাটার এখন মুকিম।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছিল পাকিস্তান। ইনিংসের ২৫তম ওভারে উইল ও’রুকির বাউন্সারে আঘাত পান হারিস রউফ। হারিসের কনকাশন সাব হিসেবে নেমেছিলেন নাসিম শাহ। ১১ নম্বরে নেমে ৪৪ বলে ৫১ রান করেছেন নাসিম। ওয়ানডে ইতিহাসে এটি ১১ নম্বরে নেমে দ্বিতীয় ফিফটি।
নাসিমের কারণেই ব্যাটিং অর্ডারে ১২ নম্বরে চলে গিয়েছিলেন মুকিম। এর আগে ১২ নম্বরে ব্যাটিংয়ের ঘটনা ঘটেছে সব ফরম্যাট মিলিয়ে ১৪ বার। এর মধ্যে ১০ বার ব্যাটিংয়ে নেমেছেন ব্যাটাররা, ৪ বার নামার প্রয়োজন হয়নি।
এই ১৪ বারের মধ্যে সবচেয়ে বেশি রান এসেছে মুকিমের ব্যাট থেকে। এই ম্যাচে ১০ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন মুকিম।ক্রিকেট ইতিহাসে ১২তম পজিশনে নেমে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড।
শেষ পর্যন্ত এই ম্যাচে ৮৪ রানে হেরেছে পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
সারাবাংলা/এফএম