Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোয়ারায় সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় গরু আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১৪:৪৪

বিওপি সীমান্তে চারটি ভারতীয় গরু আটক করা হয়।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের একাধিক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করা হয়।

এর মধ্যে বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁও হতে চারটি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য তিন লাখ ২০ হাজার টাকা এবং ভোরে পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৯/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া হতে তিনটি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

উভয় স্হানের অভিযানে সাতটি গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

বিওপি সীমান্ত বিজিপি ভারতীয় গরু আটক