Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ১২:৪৮ | আপডেট: ২ এপ্রিল ২০২৫ ১৪:১৩

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়াল।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু বলে জানা গেছে।।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম দিলীপ। তার বাড়ি ঝিনাইদহে। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, বুধবার সকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। বেলা সাড়ে ১২টার দিকে আরও একজনকে আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এর মধ্যে একজন পুরুষ ও একজন কিশোরী।

আহত আরেক শিশু, এক যুবক ও এক তরুণীকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের কর্মকর্তা।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা সারাবাংলাকে জানিয়েছেন, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজনের লাশ আছে। এদের মধ্যে সাতজন ঘটনাস্থলে মারা যান। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সারাবাংলা/আইসি/এমপি

মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর