Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ২০:৫২

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদী থেকে বালু উত্তোলন করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার ধুতমা গ্রামের লোকজন শুক্রবার দুপুরে বৌলাই নদী থেকে বালু উত্তোলন করতে গেলে লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের বাধা দেয়। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ নদীর পাশে একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের ছয়জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

সারাবাংলা/এমপি

আহত সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর