Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারদের দাপটের ডিপিএলে স্পিনারদের জাদু

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ১৭:১০

৮ রাউন্ড শেষে ডিপিএলের সর্বোচ্চ উইকেট রকিবুল হাসানের

আট রাউন্ডের খেলা শেষে ঈদের বিরতিতে গিয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ৮ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী, এক ম্যাচ কম জিতে দ্বিতীয় অবস্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঈদের ছুটিতে যাওয়ার আগে দেখা গেছে রান বন্যা। প্রথমবার ৪০০ পেরিয়েছে দলীয় সংগ্রহ। টপ অর্ডার ব্যাটাররাও খেলেছেন বড় ইনিংস। ঠিক বিপরীতে বল হাতে জাদু দেখিয়েছেন স্পিনাররা। ৮ রাউন্ড শেষে ডিপিএলের শীর্ষ পাঁচ বোলারের চারজনই স্পিনার, সেরা পাঁচে আছেন একজন মাত্র পেসার।

বিজ্ঞাপন

এক  নজরে দেখে নিন এবারের ডিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীদের-

রকিবুল হাসান, আবাহনী লিমিটেড

৮ ম্যাচ, ১৭ উইকেট

তাইজুল ইসলাম, মোহামেডান

৮ ম্যাচ, ১৬ উইকেট

আরাফাত সানি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

৬ ম্যাচ, ১৪ উইকেট

আসাদুজ্জামান পায়েল, গুলশান ক্রিকেট ক্লাব

৭ ম্যাচ, ১৪ উইকেট

আবু হাসিম, গাজী গ্রুপ ক্রিকেটার্স

৮ ম্যাচ, ১৩ উইকেট

সারাবাংলা/জেটি

আবাহনী ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ রকিবুল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর