Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে নারীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৬:৩৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ১২:৩৯

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৪) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বারই জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা বেগম ওই গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

এ ব্যাপারে নিহতদের স্বামী মান্নান গাজী বলেন, ‘এশারের নামাজ আজান দিলে আমি বাড়ির গেইট বন্ধ করে নামাজ পড়তে যাই। পরে এসে দেখি গেইট ভিতর থেকে আটকানো। পরে ঘরে ঢুকে দেখি খাটের ওপর আমার স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে আছে। তার কান ছেঁড়া, দাঁত উপরানো, ধারালো অস্ত্র দিয়ে কোপানো অবস্থায়। হত্যাকারীরা তার কান ছিঁড়ে কানের দুল ও গলায় থাকা সোনার চেইনসহ সোনার অলঙ্কার নিয়ে গেছে। আমি আমার স্ত্রীর হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ৩-৪ জনের এক দল ডাকাত এ ঘটনা ঘটাতে পারে। তবে, কেউ আক্রোশমূলক বা অপ্রকৃতিস্থ ব্যক্তি এমন নির্মমভাবে এ ঘটনা ঘটনাতে পারে।

তিনি আরও বলেন, এই পরিবারের সঙ্গে কারো শত্রুতা নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত উদঘাটন ও দোষীদের গ্রেফতার করতে কাজ করছে।

সারাবাংলা/ইআ

কুপিয়ে হত্যা খুন ডাকাত ডাকাতি নারী নিহত নারীকে হত্যা ভেদরগঞ্জ শরীয়তপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর