Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চালু হলো কমিউটার ট্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৬:১৯ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৭:৩০

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন

ঢাকা: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন অত্যাধুনিক কমিউটার ট্রেন চালু হয়েছে। দীর্ঘদিন পরে এই রুটে ট্রেন চালু হওয়ায় নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন।

ট্রেনের উদ্বোধন করে স্থানীয় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের মতোই নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি করে বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবেন। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এইচআই

উদ্বোধন কমিউটার ট্রেন ট্রেন ঢাকা-নারায়নগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর