Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ মার্চের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ৫ আগস্ট: জামায়াত নেতা শাহজাহান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৬:৩৯

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা

চট্টগ্রাম ব্যুরো: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতা ২০২৪ সালের ৫ আগস্ট এসে পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

বুধবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে মিলনায়তনে এ সভা হয়েছে।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এতো বছরেও আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারিনি। জামায়াতে ইসলামী বারবার বলেছে জাতিকে বিভক্ত করবেন না। অতীতের সব রাজনৈতিক দলের সবচেয়ে বড় ব্যর্থতা হলো জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারা।’

তিনি বলেন, ‘৩৬ জুলাই আবারও নতুনভাবে নতুন যাত্রায় বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছে। ২৬ মার্চের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট তথা ৩৬ জুলাইয়ে এসে।’

শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘আমরা আর পেছনের দিকে যেতে চাই না, সামনের দিকে এগিয়ে যেতে চাই। ২৬ মার্চ স্বাধীনতা লাভের পর স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, আমরা তাকে স্বীকার করি। স্বাধীনতার স্থপতি যিনি তাকেও আমরা স্বীকার করি। এই স্বাধীনতার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী জামায়াত নেতা শাহজাহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর