Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সংঘর্ষের আশঙ্কায় মীরসরাইয়ে শহিদ মিনারে ১৪৪ ধারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৫ ১১:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় শহিদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিএনপির তিনটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় এ পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ মার্চ) ভোরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিটের নবগঠিত কমিটি এবং পদবঞ্চিত সংক্ষুব্ধ কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে সোমবার (২৪ মার্চ) থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) লিখিত অভিযোগ করেছেন।

তাই জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসন চত্বর ও এর আশপাশের ৫০০ গজ এলাকায় বুধবার সকাল আটটা থেকে ২৭ মার্চ সকাল আটটা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি থাকবে। এসময় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য-আগ্নেয়াস্ত্র, সব প্রকার দেশীয় অস্ত্র বহনসহ ওই এলাকায় পাঁচজনের অধিক ব্যক্তির একত্রে চলাফেরা বা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এরপর গত সোমবার (২৪ মার্চ) মিরসরাই উপজেলা, পৌরসভা ও বারৈয়ারহাট বিএনপির তিনটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলটির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। এসব কমিটি ঘোষণাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দেয় দলটির নেতাকর্মী মধ্যে। মঙ্গলবার (২৫ মার্চ) নতুন কমিটি প্রত্যাখান করে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশও করে উপজেলা বিএনপির একটি অংশ। সমাবেশ থেকে বুধবার উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও নতুন কমিটির নেতারা ফুল দিতে আসলে তাদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি

১৪৪ ধারা চট্টগ্রাম বিএনপি মীরসরাই শহিদ মিনারে ১৪৪ ধারা সংঘর্ষের আশঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর