Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ ২ ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:২৪

আপন দুই ভাইকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আপন দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ভোর রাতে উপজেলার আরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— আরকান্দি এলাকার আমিনুর রহমানের ছেলে রোকন উজ জামান (৩২) ও কাকন উজ জামান (৩০)। রোকন উজ জামান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে হয়। এ সময় রোকন ও তার ভাই কাকনের বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, ১ টি দেশীয় শর্টগান, ৬ রাউন্ড পিস্তল এ্যামোনিশন ও ৫ রাউন্ড ১২ বোর এ্যামোনিশন উদ্ধার করা হয়। বাড়িতে অস্ত্র রাখায় তাদের গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, এই ঘটানা যেভাবে চিত্রায়িত করা হচ্ছে ব্যাপারটা এমন না। এটা আমাদের কাছে প্রাথমিক রির্পোট। বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছি।

কুষ্টিয়া ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সারাবাংলা/ইআ

২ ভাই গ্রেফতার কুষ্টিয়া গ্রেফতার বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর