Saturday 29 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, আরেক হামাস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৫ ০৮:৫৭ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১০:৪৩

বোমা হামলায় পুড়ছে গাজার নাসের হাসপাতাল। ছবি: সংগৃহীত

গাজায় খান ইউনিসের প্রধান চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালে রোববার (২৩ মার্চ) ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হামাস নেতা ইসমাইল বারহুমসহ অন্তত দুই জন নিহত হয়েছেন। চার দিন আগে ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়ার পর এই নেতা নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে, গাজার আল-মাওয়াসিতে একটি তাঁবুতে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সদস্য সালাহ আল-বারদাউইলকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তাকে হত্যা করার করার কয়েক ঘন্টা পরেই এই হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা হাসপাতাল প্রাঙ্গণে ওই হামাস সদস্যকে আক্রমণ করে এবং হামলায় ক্ষতি কম হওয়ার জন্য সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি, এটি হামাসের অস্ত্র ও কমান্ড সেন্টার। যদিও হামাস এ ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, এই হামলায় চিকিৎসা কর্মীসহ অনেকেই আহত হয়েছেন। এতে হাসপাতালের একটি বড় অংশ ধ্বংস হয়েছে।

বিবিসি’র ফুটেজে দেখা গেছে, হামলার পরে লোকজন আগুন নেভানোর চেষ্টা করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে হামলার আগে রোববার সকাল পর্যন্ত খান ইউনিস এবং রাফায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গাজায় ১৮ মার্চ ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করে, যার ফলে প্রায় দুই মাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটে। এরপর থেকে হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

গাজায় ইসরায়েলের হামলা হামাস নেতা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর