Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ চান সশস্ত্রবাহিনীর বঞ্চিতরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:১৩

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সশস্ত্রবাহিনীর সদস্যদের সংগঠন ‘জাস্টিস ফর কমরেড’ এর সংবাদ সম্মেলন – ছবি : সারাবাংলা

ঢাকা: আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে ন্যায় বিচার ও ন্যায্য অধিকার বঞ্চিত সশস্ত্রবাহিনীর সদস্যদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি, পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে সশস্ত্রবাহিনীর সদস্যদের সংগঠন ‘জাস্টিস ফর কমরেডস’।

রোববার (২৩ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লে. কর্ণেল মো. শামসুল ইসলাম (অব.) বলেন, আমরা সশস্ত্র বাহিনীর প্রায় ৫০০ সদস্য গত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্নভাবে ন্যায়বিচার বঞ্চিত হয়ে সমাজে বিরূপ পরিস্থিতিতে দিনাতিপাত করছি। আমাদের অনেকেই অন্যায়ভাবে প্রহসনের বিচারের মাধ্যমে চাকরিচ্যুত হয়েছি এবং পদোন্নতি ও সুবিধা বঞ্চিত হয়েছি যা, সামরিক পরিমন্ডলের ভিতরে ও বাইরে আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করেছে। আমাদের জীবনকে কষ্টদায়ক ও দুর্বিসহ করে তুলেছে।

তিনি বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আমরাও ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছি। তাছাড়া গত ১৬ বছর আমরা গুম ও খুনের তোয়াক্কা না করে সর্বদা ফ্যাসিস্ট সরকারের সব কর্মকান্ডের প্রতিবাদ করে এসেছি। বাংলাদেশের অন্য কোনো সেক্টরে এত নির্মম ভাবে দমননীতি প্রয়োগ করা হয়নি। নতুন বৈষম্যবিহীন বাংলাদেশে আমরা আমাদের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার পাবার জন্য একটি কমিশন গঠনে বিভিন্নভাবে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু এখনো ফ্যাসিস্ট সরকারের মূল্যবোধ ধারণকারী উচ্চ পর্যায়ের কিছু সেনা কর্মকর্তা তাকে ভূল বুঝিয়ে উচ্চ কমিটির নামে একটি প্রহসন মূলক কমিটি গঠন করে পূর্বপরিকল্পিত সুপারিশের বাস্তবায়ন করেছে। এতে ন্যায়বিচারের ছিটাফোটাও নাই এবং যা আমাদের জন্য খুবই অসম্মানজনক।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমাদের অনেকেরই ক্যারিয়ার প্রোফাইল সমসাময়িক কোর্সের অনেক মেজর জেনারেল বা লে. জেনারেল, এমনকি প্রাক্তন এক সেনাপ্রধানের চেয়েও ভাল। অন্যান্য সেক্টরে বঞ্চিতদের কমপক্ষে ১টি থেকে ৪টি ধাপ পর্যন্ত পদোন্নতি দেয়া হয়েছে সেখানে আমাদের সবচেয়ে ভাল অফিসারদেরকে ১টি পদোন্নতি দেয়ার সুপারিশ করা হয়েছে- যা অত্যন্ত অবমাননাকর ও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যান্য সেক্টরে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করে পদোন্নতি দেয়া হয়েছে, সেখানে আমাদের জন্য বরখাস্তের বিপরীতে শুধুমাত্র স্বাভাবিক অবসর দেয়া হয়েছে।

এ প্রেক্ষিতে ওই কমিটির এই সুপারিশ অনুমোদন না করে আপনার তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে কিংবা সশস্ত্রবাহিনীর জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে বঞ্চিতদের যোগ্যতার নিরীখে অন্যান্য সেক্টরের সাথে সামঞ্জস্যপূর্ণ যথাযথ মর্যাদায় পদোন্নতি, পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/এমএইচ/আরএস

সশস্ত্রবাহিনীর সদস্যদের সংগঠন ‘জাস্টিস ফর কমরেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর