Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২৩:১৭

ড্যাব খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল

খুলনা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ছিল, এখনো আছে। যতদিন না জণগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না যাবে ততদিন বিএনপি রাজপথে আন্দোলন করবে। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) খুলনা ক্লাবে ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার মূল উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন। জনগণ ভোটের মাধ্যমে কারা দেশ চালাবে তা নির্ধারণ করবেন। কিন্তু আমরা কি দেখলাম; সরকার রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপন করছেন। সংস্কারের প্রয়োজন রয়েছে। আর প্রয়োজন রয়েছে বলেই বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিলম্বিত করার জন্য বর্তমান সরকার সংস্কারের কৌশলকে বেছে নিয়েছে।

তিনি আরও বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে। পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য আকাশ ছোয়া। মানুষের জীবনের নিরাপত্তা নেই। খুনের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। নারী ও শিশু ধর্ষণ অতীতের রেকর্ড ভেঙ্গেছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

বকুল বলেন, বিগত ১৬ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয় ঘটেছে। ড্যাবের সদস্যরা পেশাগত ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন। প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। এ থেকে পরিত্রাণ পেতে জনগণের সরকারের বিকল্প নেই।

ড্যাব খুলনার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ডা. এস এম আকরামুজ্জামানের তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে ডা. মো. মোস্তফা কামাল, ডা. মো. শাহজাহান আলী, ডা. গ ম গোলাম আজম, ডা. এাসুদুর রহমান লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

খুলনা বিএনপি রকিবুল ইসলাম বকুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর