Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার উন্নয়নে সবাইকে একত্রে কাজ করতে হবে: সিএমজেএফের ইফতারে বিএসইসি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ২০:৪৫ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২২:৩০

সিএমজেএফ’র ইফতার মাহফিল

ঢাকা: বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, দেশের পুজিবাজার উন্নয়নে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে একত্রে কাজ করতে হবে। অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে এগিয়ে নিতে হবে। রমজান আমাদের সংযমের যে শিক্ষা দিচ্ছে তা ব্যক্তি জীবনে কাজে লাগাতে হবে।

ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে অতিথিরা

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সিএমজেএফ’র ইফতার মাহফিলে সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিকসহ অতিথিরা

সিএমজেএফ’র সভাপতি ও সারাবাংলা’র হেড অব নিউজ গোলাম সামদানী ভুইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সারাবাংলার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক।

সিএমজেএফ’র ইফতার অনুষ্ঠান

খন্দকার রাশেদ মাকসুদ বলেন, আমরা আমাদের জীবনে রজমানকে কাজে লাগাবো। সংযমের সঙ্গে আমাদের জীবনকে সাজাতে হবে। রমজানের শিক্ষাকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হবো।

এ সময় সিএমজেএফ’র সভাপতি ও সারাবাংলার হেড অব নিউজ গোলাম সামদানী ভুইয়া স্বাগত বক্তব্যে বলেন, ‘সিএমজেএফ প্রতিবছরই ইফতার মাহফিলের আয়োজন করে। এবং সেই আয়োজনে স্টেক হোল্ডারদের আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে পুঁজিবাজার ও স্টেক হোল্ডারদের মধ্যে একটা মিলনমেলায় পরিণত হয়। সামনেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এসআর

পুঁজিবাজার বিএসইসি চেয়ারম্যান সারাবাংলা সিএমজেএফের ইফতার