Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন দিল্লির অধিনায়কত্ব নেননি রাহুল?

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫ ১৫:৩০

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন লোকেশ রাহুল

আগামী ২২ মার্চ পর্দা উঠছে আইপিএলের আঠারোতম আসরের। নতুন মৌসুমে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বেশ কয়েকটি দল। এর মধ্যে অন্যতম দিল্লি ক্যাপিটালস, যাদের নতুন নেতৃত্ব নিয়ে অনেকদিন ধরেই চলছিল জল্পনাকল্পনা। তবে আজ জানা গেছে, অক্ষর প্যাটেল অধিনায়কত্ব করবেন দলটির।

তবে অক্ষরের আগে দিল্লির অধিনায়কত্বের প্রস্তাব গিয়েছিল এবার দলে ভেড়ানো লোকেশ রাহুলের কাছে। কিন্তু ভারতের এই উইকেটকিপার ব্যাটার সেই প্রস্তাবে সাড়া দেননি। এবারের মেগা নিলামে ১৪ কোটি রুপিতে রাহুলকে নিয়েছে দিল্লি। এদিকে রিশাভ পান্টকেও এবার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, রেকর্ড মূল্যে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তাই নেতৃত্বে শূন্যতা দেখা দেয় দিল্লির।

বিজ্ঞাপন

সেখানে দলটির প্রথম পছন্দ ছিলেন রাহুলই। এই ডানহাতি ব্যাটার নিজের ব্যাটিংয়ের দিকে মনোযোগ দিতে চাওয়াতেই অধিনায়কত্ব নেননি। অধিনায়কত্ব যেন বাড়তি বোঝা না হয়, সেদিক বিবেচনাতেই এমন সিদ্ধান্ত তার।

জাতীয় দল-সহ আইপিএলেও অধিনায়কত্ব করেছেন রাহুল। গত মৌসুমের আইপিএলে ছিলেন লখনৌয়ের নেতৃত্বে। এর আগে পাঞ্জাব কিংসেরও অধিনায়ক ছিলেন তিনি।

সারাবাংলা/জেটি

অক্ষর প্যাটেল আইপিএল ২০২৫ দিল্লি ক্যাপিটালস লোকেশ রাহুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর