আইপিএলে কোন দলের অধিনায়ক কে?
১৪ মার্চ ২০২৫ ১৫:০৫
আগামী ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসরের। ৭৪ ম্যাচের এই টুর্নামেন্ট হবে ১৩টি ভেন্যুতে, ১০ দল নিয়ে। মৌসুম ঘুরতে না ঘুরতেই খোলনলচে বদলে গেছে কিছু দলের চেহারা। নতুন মৌসুমে দেখা যাবে নতুন ক্রিকেটারদের, বদলে গেছে বেশ কিছু দলের নেতৃত্বও। এবারের আইপিএল ১০ দলের নেতৃত্বে কারা আছেন, দেখে নিন এক নজরে-
আইপিএলের ১০ দলের অধিনায়ক
চেন্নাই সুপার কিংস- রুতুরাজ গায়কোড়
দিল্লি ক্যাপিটালস- অক্ষর প্যাটেল
গুজরাট টাইটান্স- শুবমান গিল
কলকাতা নাইট রাইডার্স- অজিঙ্কা রাহানে
মুম্বাই ইন্ডিয়ান্স- হার্দিক পান্ডিয়া
পাঞ্জাব কিংস- শ্রেয়াস আইয়ার
লখনৌ সুপার জায়ান্টস- রিশাভ পান্ট
রাজস্থাব রয়্যালস- সাঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- রুজত পতিদার
সানরাইজার্স হায়দরাবাদ- প্যাট কামিন্স
সারাবাংলা/জেটি
আইপিএল ২০২৫ প্যাট কামিন্স রিশাভ পান্ট শ্রেয়াস আইয়ার হার্দিক পান্ডিয়া