ধর্ষকের বিচারের দাবিতে পল্টনে বিক্ষোভ, নিরাপত্তায় ঢাকা পুরো এলাকা
১৪ মার্চ ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৭:৪৩
ঢাকা: মাগুরায় ধর্ষণের শিকার হয়ে শিশু মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে সারাদেশ। এরই ধারাবাহিকতায় ধর্ষকদের ফাঁসির দাবিতে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে বাংলাদেশ খেলাফত মজলিশের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা।
বিক্ষোভ মিছিলে তাদেরকে ‘ ফাঁসি দে ফাঁসি দে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ রশি লাগলে রশি নে, ধর্ষককে ফাঁসি দে’, ‘ ধর্ষকের জায়গা, বাংলাদেশে হবে না ‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে, বিক্ষোভ মিছিলকে ঘিরে পল্টন ও বায়তুল মোকাররমের আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা পুলিশ ও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ধর্ষণের বিচারের দাবিতে মিছিল থেকে পুলিশের উপর আক্রমণ করার ঘটনার পর থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। আজ নামাজের পর এখানে মিছিল হতে পারে সেই খবরে আগে থেকেই পুরো এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় মাগুরায় যৌন নির্যাতনের শিকার সেই শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনার পর গতকালই ধর্ষণের ঘটনায় জড়িতদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনায় করা মামলায় অভিযুক্ত চার জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ