Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে নারী ধর্ষণ-নিযার্তনের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৪:৪৮

কলাপাড়া উপজেলা কমপ্লেক্সের সামনে এসভাও নেটওয়ার্কের আয়োজিত কর্মসূচি

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সারাদেশে ধর্ষণ, নারীর প্রতি সংহিসতা ও নিযার্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা কমপ্লেক্সের সামনে দুপুর ১২ টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (এসভাও) নেটওয়ার্কের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসভাও নেটওয়ার্কের নারী নেত্রী মাছুমা বেগমের সভাপতিত্বে এ কর্মসূচিতে নেটওয়ার্কের সদস্যবৃন্দ, নারী সংগঠনের নেতৃ, যুব ফোরামের সদস্য, শিশু ফোরামের সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও ও বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশগ্রহন করে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে নারী ধর্ষণ, সংহিসতা ও নিযার্তনের মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সাম্প্রতিক কলাপাড়া উপজেলায়ও এই ঘটনার উপস্থিতি উপলব্ধি করা গেছে।

এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ, বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ এবং ন্যায় বিচারের দাবিতে অংশগ্রহনে সারাদেশ একযোগে নারীর প্রতি ধর্ষণ ও নিযার্তনের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবি জানান। পাশাপাশি সারাদেশে নারী ধর্ষণ, সংহিসতা ও নিযার্তনের বিচার দাবি করেন।

সারাবাংলা/এনজে

নারী সহিংসতা মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর