Saturday 15 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত ১৬ বছরের দুঃশাসন শান্তিময় পারিপার্শ্বকে বিকৃত করেছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ১৪:৫১ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৭:১০

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী।

ঢাকা: বিগত ১৬ বছরে দুঃশাসন শান্তিময় পারিপার্শ্বকে বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘‘বিগত ১৬ বছর দুঃশাসনের আমাদের অতি পরিচিত শান্তি ও সুস্থময় পারিপার্শ্বকে বিকৃত করা হয়েছে। দীর্ঘ দিনের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের উৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামীকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা।’’

‘‘তার শাসনের সময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল, যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। সাধারণ মানুষকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে তারা কোনো দ্বিধা করত না। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে অবমাননা, অতি কথন ও অপপ্রচারের মাধ্যমে বিরতহীনভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিল’’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘সেই রেশ ধরে এখনও চলছে নারী-শিশু নির্যাতন। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বোনের শ্বশুর কর্তৃক ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রুসজল।’

রিজভী বলেন, ‘দীর্ঘ আওয়ামী দুঃশাসনে মানবিকতা, নৈতিকতা, নায্যতা, ন্যায় বিচার অদৃশ্য করা হয়েছে। অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক। কারণ, এরা জনসেবার চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বর্তমান সময়ে নির্যাতিত আছিয়ার মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ। কিন্তু, প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুস্কৃতকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে।’

রিজভী বলেন, ‘মানুষের সমবেত ধ্বনি ন্যায় বিচার নিশ্চিত করা। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই ন্যায় বিচার নিশ্চিত হবে। প্রশাসন যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক না হলে সমাজে অন্যায়-অবিচার এবং খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে।’

তিনি বলেন, ‘অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুঃস্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরাল দাবি করছি, নির্যাতিত শিশু আছিয়ার হত্যাকারীদের ধৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক।’

সারাবাংলা/এজেড/এমপি

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর