দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে অক্ষর প্যাটেল
১৪ মার্চ ২০২৫ ১৪:৪১
কদিন আগেই ভারতের হয়ে জিতে এসেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবার অক্ষর প্যাটেল প্রস্তুতি নিচ্ছেন আইপিএলের। তবে এবারে আসরে তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন এই বাঁহাতি অলরাউন্ডার। ২০১৯ সাল থেকে দিল্লির হয়ে খেলে আসলেও আইপিএলে এবারই পূর্ণ মেয়াদের অধিনায়ক হিসেবে দেখা যাবে তাকে। এর আগে জানুয়ারিতে টি-টোয়েন্টিতে জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে নিজের রাজ্য দল গুজরাটকে সব ফরম্যাট মিলিয়ে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অক্ষর। সম্প্রতি মুশতাক আলী ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে অধিনায়কত্ব করেছেন। আইপিএলে অবশ্য এক ম্যাচে টস করতে দেখা গেছে তাকে। গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে স্লো ওভার রেটের জন্য নিয়মিত অধিনায়ক রিশাভ পান্ট নিষিদ্ধ হওয়াতে অধিনায়কত্ব বর্তায় অক্ষরের কাঁধে।
রিশাভ এবার দিল্লিতে নেই। রেকর্ড মূল্যে তাকে দলে টেনেছে লখনৌ সুপার জায়ান্টস। দিল্লির এবারের স্কোয়াডে অক্ষরই তাই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। শেষ ছয় মৌসুমে দলটির হয়ে ৮২ ম্যাচ খেলেছেন। গত মৌসুমে অলরাউন্ড পারফরম্যান্সও দেখা গেছে তার কাছ থেকে ২৩৫ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনে।
সারাবাংলা/জেটি