বনশ্রীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১৪ মার্চ ২০২৫ ১৩:০৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৬:৩৭
ঢাকা: রাজধানীর বনশ্রীতে পিকআপভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন সৌরভ (৩১) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বনশ্রী এ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৌরভের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়। তার বাবার নাম জাকির হোসেন। স্ত্রী ও চার বছর বয়সী মেয়ে নিয়ে খিলগাঁও নন্দিপাড়া এলাকায় থাকতেন তিনি।
নিহতের মামাতো ভাই মো. ইমরান হোসেন জানান, সৌরভ একটি ওভারসিজ কোম্পানিতে চাকরি করেন। রাতে কোনো ক্লায়েন্টকে বাইকে করে নামিয়ে দিয়ে নিজের বাসায় ফিরছিলেন তিনি। এ সময় রামপুরা ব্রিজ থেকে বনশ্রী রোডে ঢোকার মুখেই কোন একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ