Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার সিরাজগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৫ ০২:২৮

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: মাগুরায় ধর্ষণের শিকার মেয়েটির মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অসুস্থ অবস্থায় নির্যাতিত স্কুলছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি আসাদুজ্জামান বলেন, ‘রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র (তদন্ত স্বার্থে তার নাম লেখা হলো না) গত রোববার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা হয়। তবে বুধবার সকালে বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে। বর্তমানে অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টার দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘হাসপাতালে স্কুল ছাত্রী ভালো আছে। তার বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত স্কুলছাত্রকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।’

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, ‘প্রাথমিকভাবে ধষর্ণের আলামত পাওয়া গেছে। তবে বর্তমানে রক্তপাত বন্ধ আছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।’

সারাবাংলা/পিটিএম

ধর্ষণ স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর