Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যা মামলার আলামত জব্দের অনুমতি পেল ট্রাইব্যুনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৫ ২০:৩১ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৩৪

ইনসেটে শহীদ আবু সাঈদ – (ফাইল ছবি)

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় তদন্তের গতি বাড়াতে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে থাকা সব আলামত জব্দের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এর আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) রংপুর মেট্রোপলিটন তাজহাট আদালতের বিচারক রাশেদ হোসাইন এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মইনুল করিম।

এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মইনুল করিম বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরে দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি হত্যা মামলা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে, পিবিআইয়ের কাছে থাকা আলামতগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলায় জব্দের অনুমতি চেয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেছেন।

তিনি জানান, এর আগে এ হত্যা মামলায় রংপুরে গিয়ে সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। আলামত জব্দের অনুমতির মাধ্যমে মামলার তদন্তে আরেক ধাপ অগ্রগতি হলো। প্রয়োজনে জব্দকৃত আলামতের ফরেনসিক পরীক্ষা করে শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

আবু সাঈদ হত্যা মামলার বাদীপক্ষের প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলামত জব্দের আবেদনের পক্ষে তারা বলেছেন। এর মাধ্যমে এ মামলার তদন্ত গতি পাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

আবু সাঈদ হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর