Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগদ পেমেন্টে শীর্ষ ব্র্যান্ডগুলোতে কেনাকাটা করলেই ক্যাশব্যাক

সারাবাংলা ডেস্ক
১১ মার্চ ২০২৫ ২৩:২১

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ

ঢাকা: ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এবারো গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ।

মঙ্গলবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় নির্দিষ্ট লাইফস্টাইল ব্র্যান্ডগুলোতে নগদের মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা দুই দফায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঈদের আনন্দ উপলক্ষ্যে প্রতিবছরের মতো সাড়া জাগানো কিছু উপহারের ঘোষণা চমক হিসেবে নিয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগদ যাত্রা শুরু করার অল্প কিছুদিনের মধ্যেই দেশের অন্যতম গ্রাহকপ্রিয় প্রতিষ্ঠান হয়ে ওঠার পেছনে বড় কারণ তারা সবসময়ই গ্রাহকের আনন্দ-উৎসবে পাশে থাকতে চেয়েছে। এ বছর আরও বেশি করে গ্রাহকের ঈদ আনন্দ রঙিন করে তুলতে চায় নগদ। আর সে জন্যই দেশের শীর্ষ ৪৯টি জামা-জুতোসহ নির্দিষ্ট লাইফস্টাইল প্রতিষ্ঠানে কেনাকাটা করে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।

নগদের এই ঈদ উপহারের ক্যাম্পেইন বিষয়ে চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘নগদ সবসময় তার গ্রাহকদের একটি পরিবারের অংশ বলে মনে করে। তাই দেশের সবচেয়ে বড় উৎসবে গ্রাহকদের সময়টা রঙিন করতে এই ক্যাশব্যাক অফার নিয়ে এসেছি আমরা। আমরা আশা করি মার্চেন্ট পেমেন্ট করে গ্রাহকেরা এই ক্যাশব্যাক পাওয়ায় তাদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা আরও বাড়বে।’

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদে পেমেন্ট করে ক্যাশব্যাক পাওয়ার এই সুযোগ থাকছে ৪১টি অ্যাপারেল ব্র্যান্ডের নির্দিষ্ট আউটলেটে। এরমধ্যে আছে প্রখ্যাত প্রতিষ্ঠান অঞ্জন’স, আর্টিজান আউটফিটার্স লিমিটেড, জেন্টল পার্ক, ইনফিনিটি, লুবনান, রিচম্যান, কে ক্রাফট, ক্যাটস আই, গ্রামীণ চেক, টুয়েলভ ক্লদিংয়ের মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠান। এ ছাড়া ৮টি ফুটওয়্যার প্রতিষ্ঠানের সব আউটলেটে এই ক্যাশব্যাক পাওয়া যাবে নগদ পেমেন্ট করে। যারমধ্যে অ্যাপেক্স, বে, ওরিয়ন, ক্রিসেন্ট, ভাইব্রেন্টের মতো শীর্ষ ব্র্যান্ড রয়েছে।

বিজ্ঞাপন

এসব প্রতিষ্ঠানের নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ২ হাজার টাকা বা তারবেশি কেনাকাটা করলে এই ক্যাশব্যাক তাৎক্ষণিক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। নগদ অ্যাপ বা ইউএসএসডি থেকে এই পেমেন্ট করা যাবে। তবে এপেক্স ও এসএসবি লেদারে অ্যাপ বা ইউএসএসডির পাশাপাশি নগদ ই-কম গেটওয়ে ব্যবহার করেও এই ক্যাশব্যাক পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন গ্রাহক প্রতি লেনদেনে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন। আর পুরো ক্যাম্পেইন চলা অবস্থায় দুইবারে মোট ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন, ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী। গত ৭ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাশব্যাক অফার ৩১ মার্চ পর্যন্ত চলবে। কোনো গ্রাহকের নগদ অ্যাকাউন্ট স্থগিত থাকলে তিনি এই অফারের যোগ্য হবেন না।

সারাবাংলা/এইচআই

নগদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর