Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের শিকার শিশুটিকে সিএমএইচ-এ স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ১৯:২২

আইসিইউ অ্যাম্বুলেন্স করে শিশুটিকে সিএমএইচ-এ নেওয়া হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিশুটি প্রথম থেকে ক্রিটিক্যাল ছিল। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ ধর্ষণ শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর