Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাইকারিতে বাড়লেও খুচরায় লেবুর দাম অপরিবর্তিত

এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ১৯:৫৮ | আপডেট: ৩ মার্চ ২০২৫ ২০:৪৬

বড় আকারের লেবু ৮০ থেকে ১০০ টাকা হালিতে বিক্রি হচ্ছে

ঢাকা: পাইকারি বাজারে অর্থাৎ আড়তে লেবুর দাম কিছুটা বাড়লেও খুচরায় দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে বড় আকারের লেবু এখনো ১২০ টাকা হালিতে বিক্রি হতে দেখা গেছে। বড় আকারের লেবু ৮০ থেকে ১০০ টাকা হালিতে বিক্রি হচ্ছে হরদম। মাঝারি আকারের লেবু ৬০ থেকে ৮০ টাকা হালিতে বিক্রি হতে দেখা গেছে। আর সর্বনিম্ন ৪০ থেকে ৫০ টাকা হালিতেও লেবু বিক্রি হচ্ছে। পাইকারি বাজার থেকে যে লেবু রোববার (২ মার্চ) কেনা হয়েছে, সেই লেবু সোমবার কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। রোববার ১২০ টাকা হালিতে বিক্রি হওয়া লেবু, সোমবার ১০০ টাকা হালিতেও বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, শেওড়াপড়ার ইব্রাহিমপুর বাজার, মহাখালীর আড়জতপাড়ার বউবাজার, বিজয়স্মরণীর কলমিলতা বাজারসহ আরও বেশ কিছু এলাকার ফুটপাত ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর শেওড়াপাড়া এলাকায় লেবু ৫০ থেকে ১২০ টাকা হালি, কারওয়ান বাজারে খুচরায় ৬০ থেকে ১২০ টাকা হালি, বিজয়সরণীর কলমিলতাবাজারে ৬০ থেকে ৮০ টাকা হালি, মহাখালীর আড়জতপাড়ার বউবাজারে ৬০ থেকে ৮০ টাকা হালিতে লেবু বিক্রি হতে দেখা গেছে। কারওয়ানবাজারের আড়তে বড় আকারের লেবু সর্বোচ্চ ১৫ টাকা পিস বিক্রি হতে দেখা গেছে। যদিও দুপুরের দিকে আড়তে ভালো মানের বড় লেবু তেমন দেখা যায়নি। মূলত আড়তে বেচাকেনা হয়ে থাকে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত।

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার ফুটপাতের দোকানী বলেন, ‘পাইকারি বাজার থেকে আজকে লেবু কিনেছি ৬২ টাকা হালি। বিক্রি করছি ৭০ টাকা হালিতে। পিস আকারে নিলে ২০ টাকা।’

ইব্রাহিমপুর এলাকায় ফুটপাতে ভ্যানে করে ইফতারের প্রয়োজনীয় উপকরণ লেবু ও শশা জাতীয় পণ্য বিক্রি করছিলেন আব্দুল্লাহ। রোববার সারাবাংলাকে তিনি জানিয়েছিলেন, ‘বড় আকারের লেবুর হালি ১২০ টাকা, মাঝারি সাইজের লেবু ৭০ থেকে ৮০ টাকা, দেশি শশা ৮০ টাকা, হাইব্রিড ৬০ টাকা, টমেটো ৩০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।’ একই স্থানে সোমবার (৩ মার্চ) কথা হলে হাকিম মিয়া সারাবাংলাকে বলেন, ‘বড় আকারের লেবু আজ ১০০ টাকা হালিতে বিক্রি করছি। গতকালের সাইজ আরও বড় ছিল। গতকাল কিনে আনা লেবুর মধ্যে সবগুলো বিক্রি করতে পারিনি। বিক্রি না হওয়া লেবুগুলো আজ ১০০ টাকা হালিতে বিক্রি করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গতকালের চেয়ে আজ আড়তে লেবু দাম আরও বেশি। আজ আড়তে লেবু কম এসেছে।’

রাজধানীর ইব্রাহিমপুর বাজারে লেবু বিক্রেতা বাবুল হোসেন সারাবাংলাকে বলেন, ‘লেবুর হালি ৮০ টাকা, কালও ৮০ টাকা ছিল। একটু ছোট সাইজের লেবু ৭০ টাকা হালিতে বিক্রি হয়েছে। লেবুর দাম গতকালের চেয়ে আজ একটু বেশি। কারণ আজ লেবু কম এসেছে। গতকাল বেগুনের দাম কম ছিল, আজ বেগুনের দাম একটু বেশি। বেগুন গতকাল ৮০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ ১০০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। দেশি শসা ৮০ টাকা ও হাইব্রিড ৫০ টাকা কেজিতে বিক্রি করছি। শসার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে।’

মহাখালীর আড়জপাড়ার বউবাজারে কথা হলে মো. কাইয়ুম নামের এক সবজি বিক্রেতা সারাবাংলাকে বলেন, ‘লেবুর দাম গতকাল ও আজ প্রায় একই। লেবু গতকাল ১৪০০ থেকে ১৫০০ টাকা শ (একশত) কেনা গেছে। তবে শ’তে আজ লেবুর দাম অন্তত ১০০ টাকা বেড়েছে। গতকাল ৬০ থেকে ৭০ টাকা হালিতে লেবু বিক্রি করেছি, আজ সেই লেবু ৭০ থেকে ৮০ টাকা হালিতে বিক্রি করছি।’

বিজয়সরণীর কলমিলতাবাজারের রিয়াজুল হক নামের এক সবজিবিক্রেতা সারাবাংলাকে বলেন, ‘পাইকারিতে দাম গতকালের চেয়ে একটু বেশি। প্রতি পিস লেবুতে দাম অন্তত ১ টাকা করে বেড়ছে। কাল ১৩ টাকা পিস এনে ১৫ টাকা পিস বিক্রি করেছি। আজ ১৪ টাকা পিস এনেও ১৫ টাকা পিস বিক্রি করতে হচ্ছে। লাভ কমে গেছে, রোজার দিন। বেশি রাখা সম্ভব হচ্ছে না।’

কারওয়ানবাজারের লেবু বিক্রেতা আবুল কালাম সারাবাংলাকে বলেন, ‘লেবুর বাজারে কোনো পরিবর্তন নেই। সপ্তাহের ব্যবধানে অনেক বেশি পরিবর্তন ঘটেছে। তবে গতকালের তুলনায় আজকের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গতকাল এলাচ লেবু ১১০ থেকে ১২০ টাকা হালি বিক্রি করেছি, আজ ১০০ টাকা হালিতে বিক্রি করছি। আর বাতাবি লেবু ১২০ টাকা হালি ও কাগুজি লেবু ৬০ থেকে ৮০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ ছোট সাইজের লেবু ৬০ টাকা হালি ও বড় সাইজের লেবু ১০০ থেকে ১২০ টাকা হালি।’

কারওয়ানবাজারের আড়তে কথা হলে আবুল কালাম নামের একজন আড়তদার সারাবাংলাকে বলেন, ‘লেবুর দাম শ’তে ১০০ টাকা বেড়েছে। হালিতে লেবুর দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। কারণ আজ বাজারে গতকালের তুলনায় লেবু কম এসেছে।’ প্রায় একই ধরনের কথা জানিয়ে অপর একজন আড়তদার সারাবাংলাকে জানান, ‘প্রতি বস্তা লেবু কিনতে আজ ১ হাজার টাকা বেশি লেগেছে। গতকাল যে বস্তা ৮ হাজার টাকায় কেনা গেছে, সেই লেবুর বস্তা ৯ হাজার টাকায় কিনতে হয়েছে।’

পাইকারিতে দাম বাড়লেও খুচরায় দাম না বাড়ার কারণ জানতে চাইলে আড়তদাররা জানান, খুচরায় আজ লেবু বিক্রি হচ্ছে তার বেশিরভাগই কেনা হয়েছে গতকাল (রোববার)। ফলে আগের কেনা লেবু আজ অনেকেই কম দামেও বিক্রি করছে। কারণ গতকাল ওই লেবু যে পরিমাণ টাটকা ছিল, আজ ওই লেবুতে সেই সতেজতা নেই। লেবুর একাধিক খুচরা বিক্রিতাও সারাবাংলাকে প্রায় একই ধরনের কথা জানিয়েছে

সারাবাংলা/ইএইচটি/এইচআই

খুচরায় দাম নিত্যপণ্য রমজান লেবু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর