মধুপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১
টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক আব্দুল গফুর (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা তিন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গোলাবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, আমিন রনি (২০), মেহেদী হাসান রনি (২০) ও সুমী আক্তার (১৯)। তাদেরকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রাসেল আহমেদ জানান, দুপুরে টিআইবি’র ইয়েস সদস্যরা অটোরিকশায় করে ফেরার পথে গোলাবাড়ি ব্রিজের কাছে পৌঁছলে তাদের বহন করা অটোরিকশাকে ট্রাকে চাপা দেয়। এতে চালক নিহত হন। আহত হন টিআইবি’র তিন সদস্য।
সারাবাংলা/এসআর
টাঙ্গাইল ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত মধুপুর সড়ক দুর্ঘটনা সারাবাংলা