Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ম শ্রেণির শিক্ষার্থীদের মারপিটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদ। ছবি: সংগৃহীত

নাটোর: জেলার সিংড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নাহিদ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। তাকে ৫ম শ্রেণির দুই শিক্ষার্থী মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্কুলের টিফিন সময় শিক্ষার্থীরা ফুটবল খেলাকে কেন্দ্র করে বিতর্কে জড়ায়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়ায়। তখন ওই স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী নাহিদকে ৫ম শ্রেণির শিক্ষার্থী রাব্বি ও তৌফিক মারপিট করে। এতে নাহিদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জেনেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ বলেন, ‘টিফিন পিরিয়ডে খেলাধুলার সময় শিক্ষার্থীদের মধ্যে মারামারিতে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে।’

সারাবাংলা/পিটিএম

শিক্ষার্থী নিহত সিংড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর