Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিল হান্ট: নোয়াখালীতে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬

নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

নোয়াখালী: নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- সুধারাম মডেল থানার যুবলীগের সক্রিয় সদস্য জহিরুল ইসলাম মভি (৩৩), মো. ফারুক (৪০), কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনিছুর রহমান আজিম (৫০), হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের সিদ্দিকী সোহেল (৩৫), বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মোল্লা (৬০), সেনবাগ উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম (৩৬), চরজব্বর থানার যুবলীগ নেতা রাশেদ ইকবাল (৩৫) ও রবিউল ইসলাম (৩৮)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ৮ দিনে ৮০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ডেভিল হান্ট নোয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর