বরিশালে মহিলা আ.লীগের নেত্রী গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১১
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১১
বরিশাল: বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ মেরীকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। তবে সৈয়দা মনিরুন নাহার মেরী নাঠৈ গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, সম্প্রতি এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগের মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দা মনিরুন নাহার মেরী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।
সারাবাংলা/এসডব্লিউ