Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: নবাবগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২

যৌথ অভিযানে দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে দুই আওয়ামী লীগ নেতা আটক

দিনাজপুর: চলমান যৌথ অভিযানে জেলার নবাবগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গত ২৪ ঘণ্টায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মতিন।

আটককৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান মোঃ আহসানুল কবির শামিম ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ আবুল বাসার সবুজ।

ওসি আবদুল মতিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

সারাবাংলা/আরএস

অপারেশন ডেভিল হান্ট আওয়ামী লীগ নেতা দিনাজপুরের নবাবগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর