Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছে’

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৫

৭০০তম ম্যাচ জয়ের পর রোনালদো

বয়স তার ৪০ পেরিয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদো গড়েছেন অগণিত রেকর্ড। তবে পুরো ক্যারিয়ারজুড়েই তাকে শুনতে হয়েছে লিওনেল মেসির সাথে তুলনা। সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ ডি মারিয়া বলছেন, রোনালদো ভুল সময়ে জন্ম নিয়েছেন বলেই মেসির সাথে তুলনা শুনতে হয়েছে।

ইউরোপ ছেড়ে দুই বছর আগে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন রোনালদো। সেখানে শিরোপার দেখা না পেলেও গোলবন্যা বইয়ে ছুঁয়েছেন বেশ কিছু মাইলফলক। পেশাদার ক্যারিয়ারে ৯২৫ গোলে করা রোনালদোর লক্ষ্য এখন ১০০০ গোল ছোঁয়া। কিছুদিন আগে পেশাদার ক্লাব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০ জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

মেসি-রোনালদো দুজনের সাথেই খেলা ডি মারিয়া রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখছেন, ‘একজনের ব্যালন ডি অর ৮টি, আরেকজনের ৫টি। এখানে অনেক বড় ব্যবধান। একজন বিশ্বকাপ জিতেছে, আরেকজন জেতেনি। একজনের দুটি কোপা আমেরিকা ট্রফি আছে। এরকম আরও অনেক পার্থক্য আছে। আমার চোখে লিওই সেরা, এতে কোনো সন্দেহই নেই।’

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রোনালদো নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করেছিলেন। ডি মারিয়া বলছেন, মেসির যুগে জন্ম হওয়াতেই রোনালদোকে এত তুলনা শুনতে হয়েছে, ‘আমি আসলে তার কথায় অবাক হইনি। তার সঙ্গে আমি চার বছর খেলেছি। সে এসব সবসময়ই বলে। সব সময় চেষ্টা করে সেটা হওয়ার। কিন্তু সে ভুল সময়ে জন্ম নিয়েছে। সময়টা ওর পক্ষে নয়। কারণ একই সময়ে জন্ম নিয়েছে জাদুর কাঠির পরশ পাওয়া মেসি।’

সারাবাংলা/এফএম

ক্রিশ্চিয়ানো রোনালদো ডি মারিয়া

বিজ্ঞাপন

তরমুজের এত গুণ!
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২৭

অভিনয়ে ফিরলেন জনি ডেপ
১৫ এপ্রিল ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর