Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০

ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রকি

নড়াইল: নড়াইলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রকিকে (২৮) গ্রেফতার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে পৌর এলাকার ভওয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা রকি নড়াইল পৌর এলাকার ভওয়াখালী গ্রামের মিকাইলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নড়াইলের চিত্রা সেতু এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলায় ভিডিও ফুটেজ দেখে হামলাকারী রকিকে শনাক্ত করে পুলিশ। এরপর অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

অপারেশন ডেভিল হান্ট ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রকি নড়াইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর