Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত শিল্প ও সেবা জরিপ করবে বিবিএস

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ছবি: সারবাংলা

ঢাকা: নির্বাচিত শিল্প ও সেবা পরিসংখ্যান জরিপ (এসএসআইএসএস) করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর জন্য একাটি প্রকল্প বাস্তাবন করতে চায় সংস্থাটি। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ২৯ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনের কাছে বাস্তবায়ন শীর্ষক বিনিয়োগ প্রকল্পে ২০২৪-২৫ অর্থবছরে আরএডিপি-তে বরাদ্দ প্রদানসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পরিকল্পনা কমিশন জানায়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন ‘নির্বাচিত শিল্প ও সেবা পরিসংখ্যান জরিপ (এসএসআইএসএস)’ শীর্ষক বিনিয়োগ প্রকল্পটি গত ৩১ ডিসেম্বর পরিকল্পনা উপদেষ্টা অনুমোদন দেন। এর পর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ গত ১২ ডিসেম্বর প্রকল্পটি প্রশাসনিক আদেশ জারি করে। এর মধ্যে অর্থ বিভাগ থেকে প্রকল্পের অনুকূলে অর্থনৈতিক কোড পাওয়া গেছে এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রকল্প পরিচালক নিয়োগ দিয়েছে।

কমিশন সূত্রে আরও জানা যায়, প্রকল্পটি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতায়) অন্তর্ভুক্ত ছিল। এটির মোট অনুমোদিত ব্যয় ১৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা, যা সম্পূর্ণ সরকারি তহবিলের। প্রকল্পটির অনুমোদিত মেয়াদকাল গত জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি ২০২৪-২৫ অর্থবছরের আরএডিপিতে ২৯ লাখ ৭৬ হাজার টাকাসহ সফটওয়্যারে এন্ট্রি করা প্রয়োজন। এ জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

নির্বাচিত শিল্প ও সেবা জরিপ বিবিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর