নিবন্ধিত শিক্ষকদের প্রতিনিধি দল সচিবালয়ে
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৮
ঢাকা: শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা সচিবালয়ে গেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সাত সদস্যের প্রতিনিধি দল দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা করেন।
শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জিএম ইয়াছিন গণমাধ্যমকে বলেন, আমাদের সঙ্গে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সে জন্য আমরা সাত সদস্যের একটি দল মন্ত্রণালয়ে এসেছি। এর কিছু সময় পর শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা।
উল্লেখ্য, প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত এবং শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী আন্দোলনকারীরা সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই শাহবাগে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জনকে অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করা ও এনটিআরসিএর নিবন্ধিত ১-১২তম নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করতে হবে।
এনটিআরসিএর নিয়োগপ্রত্যাশীরা বলছেন, শিক্ষক নিয়োগ চক্রে প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীরা বৈষম্যের শিকার ও সিস্টেম দুর্নীতিজনিত কারণে নিয়োগ বঞ্চিত হয়েছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১ থেকে ১২তম ব্যাচে উত্তীর্ণ যোগ্য নিবন্ধিত শিক্ষকদের ডেটাবেস পৃথক করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে এবং বিগত ১৭ অক্টোবর ও ২৩ ডিসেম্বরে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস সাব্বির আহমেদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন চান তারা।
সারাবাংলা/জেআর/ইআ