Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তিস্তা চুক্তি বাস্তবায়ন ও পানির হিস্যা আদায়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

রংপুর: তিস্তা চুক্তি বাস্তবায়ন ও পানির নায্য হিস্যা আদায়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করা হবে বলে তিস্তাপাড়ের বাসিন্দাদের আশ্বস্থ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় ‘তিস্তা নদী নিয়ে করণীয় শীর্ষক’ গণশুনানিতে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে, যাতে ভারত চুক্তিতে সই করতে বাধ্য হয়। তিস্তা চুক্তি বাস্তবায়ন এবং পানির হিস্যা আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে বাংলাদেশ।’

তিস্তার ব্যাপারে ফ্যাসিবাদী সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘২০১১ সাল থেকে বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য একটি খসড়া নিয়ে ঘুরছে। কিন্তু তিস্তার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। পতিত হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি।’

গণশুনানিতে উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তরবঙ্গের যোগাযোগব্যবস্থায় উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া, কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগের কথাও জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ ছাড়াও রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

আসিফ মাহমুদ উপদেষ্টা চাপ চুক্তি টপ নিউজ তিস্তা পানির হিস্যা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর