Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯

ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কেম্যান দ্বীপপুঞ্জের জর্জটাউন থেকে ১২৯ মাইল দক্ষিণ-পশ্চিমে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনডব্লিউটিসি) প্রাথমিকভাবে বলেছিল পুয়ের্তো রিকো এবং ভার্জিন দ্বীপপুঞ্জে সুনামির হুমকি রয়েছে। ওই এলাকার বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে দূরে সরে যেতে ও বন্দর, মেরিনা, উপসাগর থেকে দূরে থাকতে এবং সুনামি পর্যবেক্ষণের জন্য তীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সারাবাংলা/ইআ

ক্যারিবিয়ান শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা