Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝপথে বিপিএল ছাড়ছেন পাকিস্তানি তারকা

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫ ২২:৩৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ২২:৪৬

খুশদিল শাহ

ব্যাটে-বলে কী দারুণ ছন্দেই না ছিলেন রংপুর রাইডার্সের  খুশদিল শাহ। ১০ ম্যাচে ২৯৮ রান আর ১৭ উইকেট নিয়ে বিপিএলের এবারের আসরে রংপুরের জয়যাত্রায় বিশাল অবদান এই পাকিস্তানি অলরাউন্ডারের। ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর, কিন্তু এর আগেই দল ছাড়ছেন খুশদিল। আজ (মঙ্গলবার) রাতে আনুষ্ঠানিকভাবে রংপুর জানিয়েছে, জাতীয় দলে যোগ দিতেই বিপিএল ছাড়ছেন এই বাঁহাতি অলরাউন্ডার।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফির দলে অন্তর্ভূক্তির জন্য খুশদিলকে ভাবছে পিসিবি। যদিও পাকিস্তানের প্রাথমিক দলে তার নাম ছিল না। তবে স্কোয়াডের ক্রিকেটারদের চোট ও বিপিএলের ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায় চ্যাপিয়নস ট্রফির দলে ঢুকেও যেতে পারেন তিনি। অবশ্য নিজেকে প্রমাণ করেই দলে জায়গা করে নিতে হবে তাকে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির আগে ঘরের আঠে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজের দলে ডাক পেতে পারেন খুশদিল। জানা গেছে, মূলত এজন্যই তাকে ডেকে পাঠিয়েছে পিসিবি। এই সিরিজে ভালো করলে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যেতে পারে তাকে।

২০২৩ সালের পর থেকেই জাতীয় দলের বাইরে খুশদিল। দুই বছর আগে অক্টোবরে সর্বশেষ পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল তাকে।

সারাবাংলা/জেটি

খুশদিল শাহ বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩০

আরো

সম্পর্কিত খবর