Monday 17 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা দেশে বন্ধ রেল চলাচল, রেল রুটে চলবে বিআরটিসি বাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ০৯:৩২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১২:২৩

বাংলাদেশ রেলওয়ে

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, বিআরটিসি বাসগুলো ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন হতে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকেটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন এবং এসকল স্থান হতে ঢাকাতে এই সার্ভিসের মাধ্যমে আসতে পারবেন।

বিজ্ঞাপন

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে জানানো হয় বার্তায়।

উল্লেখ্য, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে শুরুর স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সারাবাংলা/জেআর/এনজে

বন্‌ধ বাংলাদেশ রেলওয়ে বাস বিআরটিসি

বিজ্ঞাপন

৪ জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

জুলাই যেন একুশের বইমেলার প্রাণ
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫

আরো

সম্পর্কিত খবর