Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২০:১২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩০

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)

ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। সেইসঙ্গে তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ‌্যও চাওয়া হয়েছে। এর আগে জানুয়ারি প্রথম দিকে ২১ জনের তথ্য চেয়ে চিঠি দিয়েছিলো বিএফআইইউ।

বুধবার (১৫ জানুয়ারি) সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। আগামী সাত কর্মদিবসের মধ্যে এই সকল সাংবাদিকদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

যাদের তথ্য পাঠাতে বলা হয়েছে তারা হলেন- এপি’র ব্যুরো চিফ জুলহাস আলম, ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সাগর, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আসিফ শাওন, সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদির, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ, ডেইলি পিপলস লাইফের সম্পাদক ( সাবেক) মো. আজিজুল হক ভুইয়া, বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার তাহমিনা সাদেক জেসি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার নিলাদ্রী শেখর কুন্ডু, সাংবাদিক নজরুল কবীর, গাজী টেলিভিশনের বার্তা প্রধান ইকবাল করীম নিশান, সাংবাদিক সাজু রহমান এবং সাংবাদিক আমিনুর রশীদ।

বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ১৪ সাংবাদিকের স্বামী বা স্ত্রী এবং পুত্র-কন্যাসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যাদি যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেনের বিবরণীসহ আনুষঙ্গিক তথ্য পাঠাতে হবে।

এর আগে ৫ জানুয়ারি ২১ জন সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল বিএফআইইউ। তার আগের সপ্তাহে আরও ১২ জনের তথ্য চায়। বিএফআইইউ সাধারণত বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে হিসাব তলব করে। এ ছাড়া মাঝে-মধ্যে নিজেদের তদন্তের প্রয়োজনে হিসাব তলব করে থাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ব্যাংক হিসাব তলব সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর