Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাকরাইলে সাদপন্থিদের রাত্রিযাপন ও জোবায়ের গ্রুপের বড় জমায়েতে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৬ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ২২:০৯

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: রাজধানীর কাকরাইল মসজিদে রাত্রিযাপন করতে পারবে না মাওলানা সাদ গ্রুপের অনুসারীরা। একইসঙ্গে এখানে তাবলীগ জামাতের সকল কার্যক্রমও বন্ধ রাখতে হবে। অন্যদিকে এখানে বড় ধরনের কোনো জমায়েত না করার জন্য বলা হয়েছে মাওলানা জোবায়ের গ্রুপের অনুসারীদের।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি পৃথক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ইসরাত জাহানের সই করা আদেশে বলা হয়, তাবলীগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ব্যবস্থা নিতে আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাওলানা সাদ গ্রুপের অনুসারীদেরকে রাত্রিযাপনসহ তাবলীগ জামাতের সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অন্য আরেক আদেশে বলা হয়, তাবলীগ জামাতের কাকরাইল মসজিদে রাত্রিযাপন কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে শুক্রবার (২৭ ডিসেম্বর) কাকরাইল মসজিদের আশেপাশে মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীদের কোনো রকমের বড় জমায়েত হতে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এইচআই

জোবায়ের গ্রুপ সাদপন্থি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর